Homeবিনোদনতাদের অনুপ্রেরণা আমার জন্য বড় ছিল : রিচি

তাদের অনুপ্রেরণা আমার জন্য বড় ছিল : রিচি


দেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়ে তার এখন খুব একটা ব্যস্ততা নেই। তবে আছে কাজের প্রতি ভালোবাসা। তাইতো ভালো গল্প পেলে দাঁড়িয়ে যান লাইট-ক্যামেরার সামনে। তবে এরই মধ্যে নাম লিখিয়েছেন ব্যবসায়। ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে রাজধানীর উত্তরার তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’-এর। এটা নিয়েই রিচির আপাতত ব্যস্ততা। অভিনয়ের সঙ্গে রিচির পরিচয় আজ থেকে নয়।

সেই নব্বই দশক থেকে কাজ করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক। তবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে বেশ বেগ পেতে হয় তাকে। তাইতো নিজের জন্মদিনের দিন তিনি স্মরণ করলেন তার সহকর্মীদের। যারা শুরু থেকেই তার পাশে ছিলেন।

এ নিয়ে রিচি বলেন, ‘সত্যি বলতে কী যদি সহশিল্পীর কথা বলতে হয় তাহলে জাহিদ ভাই, তৌকীর ভাই ও টনি ভাইয়ের কথা আমি বিশেষভাবেই বলতে চাই। কারণ তারা আমাকে আমার অভিনয় জীবনের শুরুতে ভীষণ সহযোগিতা করেছেন। তারা তাদের অভিনীত নাটকে সহশিল্পী হিসেবে আমাকে রেখেছেন, আমাকে অভিনয় শিখিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তাদের অনুপ্রেরণা আমার জন্য বড় বিষয় ছিল। কারণ তাদের সহযোগিতা, অনুপ্রেরণা আমার চলার পথকে সহজ করে দিয়েছিল। আমিও ভালো ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রয়াত নায়ক, পরিচালক বুলবুল আহমেদ আঙ্কেল, আবুল হায়াত আঙ্কেল, রানা ভাই ও চয়নিকা বৌদির প্রতি। তারা আমাকে দিয়ে নানান ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করিয়েছেন, ভালো ভালো গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার অভিনয় জীবনের শুরুতে। যে কারণে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আজ আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া। আমি যেন আপনাদের ভালোবাসায় থাকতে পারি।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত