Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রাম পর্বের শেষ দিন: রংপুরের সামনে দুর্বল রাজশাহী

চট্টগ্রাম পর্বের শেষ দিন: রংপুরের সামনে দুর্বল রাজশাহী


সিলেটের পর বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পথে। বৃহস্পতিবার রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রামের বিপিএল।

দুপুর দেড়টায় মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। দুই দল এবারই প্রথম মুখোমুখি হচ্ছে।

টেবিল টপার রংপুর বিপিএলে ছুটছে দুর্বার গতিতে। অন্যদিকে নামেই কেবল দুর্বার রাজশাহী। আদতে ‘দুর্বল’ রাজশাহী ভালো করতে পারছে না কিছুতেই।

নয় ম্যাচে মাত্র তিন জয় রাজশাহীর। অন্যদিকে রংপুর আট ম্যাচে আটতেই জিতে সবার আগে নিশ্চিত করেছে প্লে অফ। তাদের এখন লড়াইটা শীর্ষ এক-দুইয়ে থাকার।

সিলেটের মতো চট্টগ্রামে তেমন রান উৎসব হয়নি। তবে খেলা হয়েছে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। কেননা এই মাঠের সীমানা ছিল আদর্শ ক্রিকেট মাঠে। সিলেটে মাঠের সীমানা ছিল একেবারেই ছোট। যা নিয়ে হয়েছিল প্রবল সমালোচনা।

সিলেটের বাউন্ডারির সীমানা দুই পাশে ছিল কেবল ৫৮-৬০ মিটার। সোজাসুজি ৬০-৬৩ মিটার। অথচ ক্রিকেট মাঠের আদর্শ সীমানা সোজাসুজি ৭০-৭২ মিটার। দুই পাশে ৬৫-৭০ মিটার। চট্টগ্রামের বাউন্ডারি ছিল একই রকম। সোজাসুজি ৭০ মিটার। পূর্ব পাশে ৬৯ মিটার। পশ্চিম পাশে ৬৭ মিটার।

শেষ দিনে ব্যাট-বলের উত্তাপ কতটা ছড়ায় সেটাই দেখার।

দুর্বার রাজশাহী একাদশ: তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, মোহাম্মদ হারিস, ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল, সানজামুল ইসলাম, মেহরব হাসান, সাব্বির হোসেন, মোহর শেখ ও শফিউল ইসলাম।

রংপুর রাইডার্স একাদশ: কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, সাইফ হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, ইরফান শুক্কুর, নাহিদ রানা, রাকিবুল হাসান, ইফতেখার আহমেদ, খুশদীল শাহ, স্টিভেন টেইলর ও আকিফ জাভেদ। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত