Homeলাইফস্টাইলকম দামে বিমানের টিকিট

কম দামে বিমানের টিকিট


বিদেশ ভ্রমণে বিমানের বিকল্প নেই। ফলে ভ্রমণের আগে টিকিটের দাম নিয়ে অনেকে চিন্তায় পড়ে যান। কিছু বিষয় জানা থাকলে পরিকল্পনা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে টিকিট পেতে পারেন। এ জন্য যা করতে হবে—

অগ্রিম টিকিট বুকিং: ফ্লাইটের টিকিট যত আগে করা যায়, ততই সাশ্রয়। বিমানে ভ্রমণের জন্য এটি প্রাথমিক সূত্র। সাধারণত এক থেকে তিন মাস আগে বুকিং দিলে কম দামে টিকিট পাওয়া যায়। এভাবেই পরিকল্পনা দাঁড় করান।

ইনকগনিটো মোড ব্যবহার করুন: এক ব্রাউজার দিয়ে একাধিকবার একই ওয়েবসাইটে টিকিট খুঁজলে সঠিক দাম জানা মুশকিল। তাই ব্রাউজারের ট্র্যাকিং এড়াতে ইনকগনিটো মোডে টিকিট খোঁজার মাধ্যমে সঠিক দাম জানতে পারবেন।

বিকল্প তারিখে ভ্রমণ: সপ্তাহের নির্দিষ্ট ছুটির দিনের পরিবর্তে, যেমন সোম বা বুধবারের ফ্লাইটে যাত্রা করুন। এতে ভাড়া কম পাবেন।

একাধিক সাইট যাচাই করুন: গুগল ফ্লাইটস, স্কাইস্ক্যানার বা কায়াকের মতো প্ল্যাটফর্মে তুলনামূলক সেরা অফার পাওয়া যায়।

রাউন্ড ট্রিপ বুকিং: দুটি ওয়ান ওয়ে টিকিটের চেয়ে রাউন্ড ট্রিপ সাধারণত সস্তা হয়। সুযোগ থাকলে রাউন্ড ট্রিপ টিকিট বুকিং দিন।

ছুটির মৌসুম ছাড়া ভ্রমণ করুন: ছুটির মৌসুমে স্বাভাবিকভাবে সবকিছুর দাম বাড়ে। তাই কম বাজেটে ভ্রমণ করতে ছুটির মৌসুম এড়িয়ে চলুন। আন্তর্জাতিক ভ্রমণের জন্য ডিসেম্বর মাস এড়িয়ে চলা ভালো। ডিসেম্বরে বিশ্বের প্রায় সব দেশে ছুটি থাকে।

সূত্র: রিডার্স ডাইজেস্ট





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত