Homeবিনোদনআবার হবে শেকড়ের গান | কালবেলা

আবার হবে শেকড়ের গান | কালবেলা


ঢাকার আর্মি স্টেডিয়ামে ২০১৯ সালে সর্বশেষ ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী লোকসংগীতের সবচেয়ে বড় এ আসরটি সেবার শ্রোতারা শেষবারের মতো উপভোগ করেন। এরপর ২০২০ সালে মহামারি করোনা এবং পরে নিরাপত্তার কারণে আর অনুষ্ঠিত হয়নি ফোক ফেস্টের কোনো আসর। এবার আবারো ফিরে আসছে ‘ফোক ফেস্ট’।

গতকাল রোববার ২৭ আগস্ট আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন থেকে আসে আনুষ্ঠানিক ঘোষণা। জানানো হয় ‘আবার হবে শেকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।’

সান কমিউনিকেশনসের পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, ‘গত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোক ফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।’

এরই মধ্যে ফোক ফেস্টের জন্য অনুমতি নেওয়া হয়েছে। জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।

লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত