Homeজাতীয়ফরিদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খাবার পেল এতিম শিশুরা 

ফরিদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খাবার পেল এতিম শিশুরা 


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বাদ জোহর শহরের দক্ষিন টেপাখোলার কমলাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি প্লাবন শেখ পিলু, গাজী মনির, মেহেদী হাসান রব্বানী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জনি, আশরাফুজ্জামান নোমান, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল নিলয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওই প্রতিষ্ঠানের হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ্। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ অর্ধ শতাধিক এতিম শিশুর মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত