বিয়ের ১০ বছরের মাথায় স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে পেপ গার্দিওলার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তাঁরা দুজন আলাদা হয়ে যাওয়ার বিষয়ে সম্মত হলেও সম্পর্কটা ‘আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ’ রয়েছে। এ নিয়ে এত দিন ক্রিস্টিনার কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মুখ খুলেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই লেখক ও সাংবাদিক।
বিবাহবিচ্ছেদের খবর চাউর হওয়ার এক সপ্তাহ পর বার্সেলোনায় একা একা শপিং করতে দেখা যায় ক্রিস্টিনাকে। মেইল অনলাইন জানিয়েছে, তখন তাঁকে দেখে হাসিখুশিই মনে হয়েছে। সিটি সেন্টারে স্প্যানিশ এক সংবাদকর্মী ক্রিস্টিনার সঙ্গে কথা বলেন। হাসিমুখেই তাঁকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিম রঙের কোট, ধূসর ট্রাউজার ও সাদা জুতা পরা ক্রিস্টিনা। কেমন আছেন—প্রশ্নের উত্তরে তিন সন্তানের জননী বলেছেন, ‘খুব ভালো, ধন্যবাদ।’ মানসিক অবস্থা জানতে চাইলে ক্রিস্টিনা বলেছেন, ‘সবকিছু ঠিক আছে।’