স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কালবেলার সিনিয়র রিপোর্টার শেখ হারুন ও তারেক আজিজ তুরাজের দল।
বুধবার (২২ জানুয়ারি) রাতে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা তত্ত্বাবধায়কের বাসভবনের সামনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী এই খেলায় ৮টি দল অংশগ্রহণ করে।
বন্ধু, স্বজন ও স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও ঐক্যতা বাড়াতে এই খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছেন সাইফুর রহমান রনি চৌধুরী ও আকাশ চৌধুরীর দল।
ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪ পয়েন্টে চ্যাম্পিয়ন হন শেখ হারুন ও তারেক আজিজের দল। পরে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন উপস্থিত দর্শকরা। খেলায় অংশগ্রহণকারীদের একটি করে মগ উপহার দেন আয়োজকরা।