রোমাঞ্চকর ম্যাচ, নাটকীয় মুহূর্ত আর একের পর এক মোড় নেওয়া—বিপিএলের জমজমাট আসরে এমন লড়াই যেন উপভোগের অনন্য উপলক্ষ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার রাতে ঠিক এমনই এক ম্যাচ উপহার দিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। উত্তেজনায় ঠাসা লড়াইয়ে শেষ হাসি হাসে বরিশাল, ৭ রানের ব্যবধানে খুলনাকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের ইনিংস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল। এরপর একই ওভারে ফিরেন অভিজ্ঞ ডেভিড মালানও। দলীয় মাত্র ১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। যদিও তৌহিদ হৃদয় (৩৬) ও মাহমুদউল্লাহ (৫০) মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন।
দ্রুত উইকেট হারানোর চাপ সামলে বরিশালের রান ১০ ওভারে ৬৪। এরপর ঝড়ো ব্যাটিংয়ে রিশাদ হোসেন ১৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। শেষদিকে তানভীর ইসলামের ৪ বলে ১২ রানের ক্যামিওতে বরিশাল ২০ ওভারে ১৬৭/৯ রান সংগ্রহ করে। খুলনার হয়ে মেহেদি হাসান মিরাজ ৩ উইকেট নেন, সঙ্গ দেন সালমান ইরশাদ ও নাসুম আহমেদ।
১৬৮ রানের লক্ষ্যে খুলনার ইনিংস শুরু হয় হতাশায়। দুই ওভারের মধ্যেই ইমরুল কায়েস শূন্য রানে বিদায় নেন। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মোহাম্মদ নাঈম। ৫৯ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখান তিনি।
তার সঙ্গে মেহেদি হাসান মিরাজ (৩৩) ও আফিফ হোসেন (২৭) কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৬০/৬, মাত্র ৭ রানের ব্যবধানে হারতে হয় তাদের। বরিশালের পক্ষে জাহান্দাদ খান ২ উইকেট নিয়ে দলকে জয়ের পথে রাখেন, সঙ্গ দেন মোহাম্মদ নবি ও রিশাদ হোসেন।
এই জয়ে বরিশাল প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গেল। মাত্র একম্যাচ জিতলেই হয়ে যাবে প্লে-অফ। তবে ব্যাটিং লাইনআপের দুর্বলতা নিয়ে ভাবার প্রয়োজন আছে তামিম ইকবালের দলের। অন্যদিকে খুলনার জন্য ম্যাচটি ছিল হতাশার, নাঈমের ব্যাটিং উজ্জ্বল হলেও দলের মিডল অর্ডারের ব্যর্থতা তাদের পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।