Homeদেশের গণমাধ্যমেখাজনার ৯৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সার্ভেয়ারকে থানায় সোপর্দ

খাজনার ৯৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সার্ভেয়ারকে থানায় সোপর্দ


চট্টগ্রাম জেলা পরিষদের খাজনার ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা আত্মসাতের অভিযোগে ইমতেয়াজ নাঈম (৩২) নামে এক সার্ভেয়ারকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে পুলিশের হাতে তুলে দেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ ঘটনায় জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ বাদী হয়ে কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন।

অভিযুক্ত সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর বিনই গ্রামের বাসিন্দা। তিনি ২০১৫ সালের ২ নভেম্বর জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে যোগদান করেন। চাকরি স্থায়ী করার আগেও প্রায় চার বছর মাস্টাররোলে খণ্ডকালীন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, গত ২১ জানুয়ারি জেলা পরিষদের মালিকানাধীন জমির খাজনা আদায় সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম এ পর্যন্ত মোট ২৫টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা থেকে গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, ইজারার টাকা আদায় করে আদায়কারী কর্তৃক জেলা পরিষদের সংশ্লিষ্ট সোনালী ব্যাংক লিমিটেড, কোর্টহিল শাখার হিসাব নম্বরে জমা দেওয়ার কথা। কিন্তু উল্লিখিত ২৫টি বইয়ের মধ্যে প্রাথমিক যাচাইয়ে মোট ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন ওই সার্ভেয়ার।

এ প্রসঙ্গে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছনোয়ার আহমেদ লাভলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা পরিষদের আদায় করা খাজনার ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সার্ভেয়ার ইমতেয়াজ নাঈমকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় থানায় সোপর্দ করা হয়েছে। যেহেতু এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ সেহেতু এটি দুদক তদন্ত করবে।’

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি বলেন, ‘টাকা আত্মসাতের অভিযোগে জেলা পরিষদের এক সার্ভেয়ারকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত