আমি সব সময় মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে। আমি আমার এ সংগ্রামে সাংবাদিকদের পাশে চাই। আমি স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই করে যাব।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে পারিবারিক কাজে নিজ বাড়ী কুমিল্লার দাউদকান্দি উপজেলা দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি যাওয়ার পথে বিশ্বরোড মডেল মসজিদে কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা ও পরিচিতি সভায় এ সব মন্তব্য করেন তিনি।
দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও আমার দেশ পাঠকমেলা সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা শরীফ প্রধানের সঞ্চালনায় মাহমুদুর রহমান দাউদকান্দি আমার দেশ পাঠকমেলা কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন আমার এ লড়াই আপনাদের জন্য। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এ লড়াইয়ে আপনারা আমার পাশে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পত্রিকা এজেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও আমার দেশ পাঠকমেলার সাধারণ সম্পাদক তৌফিক রুবেলসহ দাউদকান্দি উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট্র মিডিয়ার গণমাধ্যম কর্মীরা৷