Homeজাতীয়এক দফা এক দাবি, মালয়েশিয়া কবে যাবি! স্লোগানে উত্তাল রাজপথ

এক দফা এক দাবি, মালয়েশিয়া কবে যাবি! স্লোগানে উত্তাল রাজপথ


এক দফা এক দাবি, মালয়েশিয়া কবে যাবি?”—এমন স্লোগানে মুখরিত রাজধানীর রাজপথ। মালয়েশিয়ায় কলিং ভিসায় যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ১৮ হাজার কর্মী আজ মহা সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁদের দাবি, ভিসাপ্রক্রিয়া নিয়ে সিন্ডিকেটের কালো হাত ভেঙে ফেলে দ্রুত তাঁদের মালয়েশিয়া যাওয়ার পথ সুগম করতে হবে।

সমাবেশে অংশ নেওয়া কর্মীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় রয়েছেন, কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কোনো কার্যকর সমাধান মেলেনি। আজকের কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মীদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে।

কর্মসূচি চলাকালে একজন কর্মী বলেন, “আমাদের থেকে মাত্র দুই ঘণ্টার সময় চাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা মালয়েশিয়ার সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করছেন। আলোচনা শেষে তাঁরা সিদ্ধান্ত জানাবেন এবং আমরা বুঝতে পারব ঠিক কতদিনের মধ্যে মালয়েশিয়া যেতে পারব।”

সমাবেশে উপস্থিত অন্য কর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সিন্ডিকেটের জটিলতার কারণে তাঁদের ভিসাপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, যা তাঁদের জীবন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। তাঁদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে সরকার যেন এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করে তোলে।

তথ্যসূত্রঃ https://youtu.be/-4JUmVma9BI?si=KMHe86bA0nFskSGC





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত