Homeবিনোদনমঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর

মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর


মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। গতকাল মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর নিশ্বাসে সমস্যা দেখা দেয়। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা ও সাবেক মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটায় উৎসবের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে।

নির্দিষ্ট সময়ে মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর নিশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, শিল্পীর চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকেরা তাঁর দেখভাল করেন।

এদিকে মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, কয়েক দিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত