পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা পর্যন্ত ১০০ শয্যার এই সদর হাসপাতালটিতে রোগী ভর্তি রয়েছেন ২১৪ জন। এর মধ্যে পুরুষ ৫৩ জন, নারী ১০৫ জন এবং নবজাতক ও শিশু ৫৬টি। এ ছাড়া সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ২ ঘণ্টায় হাসপাতালে শীতজনিত ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে আরও ৫টি।
সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ডের ২২টি শয্যার বিপরীতে ভর্তি আছে ৪৭ শিশু। তাদের মধ্যে বেশির ভাগই ঠান্ডাজনিত জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়া হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রটিতে ১১টি শয্যার বিপরীতে ১৪ নবজাতক ভর্তি আছে। খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন নারী, শিশু ও পুরুষ মিলে অন্তত ৪০০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।