Homeবিনোদনবাড়ি ফিরলেন সাইফ | কালবেলা

বাড়ি ফিরলেন সাইফ | কালবেলা


৬ দিন চিকিৎসা গ্রহণের পর বাড়ি ফিরলেন বলিউড নবাব সাইফ আলী খান। তবে বান্দ্রার ফ্লাটে নয় সেখান থেকে কিছুটা দূরের একটি বাড়িতে উঠেছেন এই অভিনেতা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেখানে যান সাইফ।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, এদিন বেলা ১১ টার কিছু পরেই হাসপাতালে উপস্থিত হন অভিনেতার মা শর্মিলা ঠাকুর,তারপর আসেন স্ত্রী কারিনা কাপুর খান। এরপর বেলা ২ টায় সাইফকে হাসপাতালের বাইরে আনা হয় এবং পরিবারের ব্যাপক নিরাপত্তার মাধ্যমে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এদিকে চিকিৎসক সোমবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ঘোষণা দিলেও, আপাতত তাকে পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না তিনি। কারণ এখনো তার জখম পুরোপুরি শুকায়নি।

উল্লেখ্য, সাইফ আলী খানের ওপরে হামলার অভিযোগে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গত ১৯ জানুয়ারি ভোরে গ্রেপ্তার করা হয় তাকে। আদালত শেহজাদকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন শেহজাদ। গ্রেপ্তারের পর মুম্বাই পুলিশ শেহজাদকে বাংলাদেশি বলে অভিযুক্ত করেছে, কিন্তু এ বিষয়ে পরবর্তীতে শেহজাদের আইনজীবী জানান, এ তথ্য সত্য নয়, মামলাটিকে পরিবর্তন করে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ হিসেবে দেখছে পুলিশ। তবে পুরো ঘটনা নিয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত