Homeবিনোদনদেশে কাজ নেই যুক্তরাষ্ট্রে গেলেন সাইমন

দেশে কাজ নেই যুক্তরাষ্ট্রে গেলেন সাইমন


বিগত বছরগুলোতে বাংলাদেশের শোবিজ জগতের অনেক তারকা পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। কেউ কেউ স্থায়ী হয়েছেন, কেউ আবার মাঝে মাঝে দেশে এসে কাজ করেন। এবার এই তালিকায় যুক্ত হলেন চিত্রনায়ক সাইমন সাদিক।

সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাইমন। ফেসবুকে সাইমন লেখেন, ‘আমার চলচ্চিত্রের নায়ক, নায়িকা, সম্মানিত পরিচালক, ভাই-বন্ধু ও আমার ভালোবাসার কলাকুশলীবৃন্দ- সত্যি করে বলেন তো সর্বশেষ কবে শূটিং করেছিলেন? কেমন আছেন সবাই? শিল্প আছে, নাকি বেঁচে থাকাই শিল্প হয়ে গেছে?’

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকটাই স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। প্রযোজকেরা এই সময়ে অর্থ লগ্নি করার সাহস পাচ্ছেন না। ফলে অনেক শিল্পী ও টেকনিশিয়ান বেকার সময় কাটাচ্ছেন, পড়েছেন অর্থনৈতিক সংকটে। সাইমনও পড়েছেন এমন সমস্যায়। তবে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র গিয়েও তিনি ভালো নেই বলে জানান। ফেসবুকে সাইমন লেখেন, ‘আমি শেষ শূটিং করেছিলাম ২০২৪ সালের ৩ আগষ্ট। নিজের দেশ, পরিবার, কর্মক্ষেত্র সব ছেড়ে আমেরিকায় আমি আসলে ভালো নাই। এটা আমার জন্য “বেঁচে থাকাই শিল্প”র মতো হয়ে গেছে।’

সাইমনের এমন পোস্টের পর অনেকেই মনে করছেন স্থায়ী হওয়ার জন্যই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সিনেমাকে কি তাহলে বিদায় জানাচ্ছেন সাইমন? এমন প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয় সাইমনের সঙ্গে। খুদে বার্তায় সাইমন লেখেন, ‘এত লম্বা চিন্তা এখনো করি নাই।’

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক লাইভে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন সাইমন। ইঙ্গিত দিয়েছিলেন বিকল্প পেশায় জড়ানোর। সাইমন বলেছিলেন, ‘পরিচালকের মাধ্যমে আমরা শিল্পীরা কাজ করি। বর্তমান সময়ে সেই পরিচালকেরাই ক্রাইসিসে আছেন। তাঁরা সিনেমা পরিচালনা ছাড়া অন্য কিছুতে সম্পৃক্ত না। এখন সিনেমা না হওয়ায় তাঁরা বেকার হয়ে পড়েছেন। পরিচালকদের মতো শিল্পীরাও অন্য পেশার সঙ্গে যুক্ত নন। আমিও চেষ্টা করছিলাম অন্য কিছুতে জড়িত হওয়ার। তবে এখনো পেরে উঠিনি।’

যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ হিসেবে পেশাগত সংকটের কথা উল্লেখ করলেও অনেকেই মনে করছেন তাঁর দেশ ছাড়ার পেছনে আছে রাজনৈতিক কারণ। পারিবারিকভাবে তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাইমনের বাবা মো. সাদেকুর রহমান ২০২১ সালে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সে সময় নির্বাচনী প্রচারের জন্য একটি গানও লিখেছিলেন সাইমন। যদিও সেই নির্বাচনে হেরে গিয়েছিলেন সাইমনের বাবা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত