রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ছিনতাই চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। চক্রটি রাতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে রাজধানীজুড়ে ছিনতাই করে আসছিল। গ্রেফতাররা হলো মো. নাজমুল হাসান (২০) ও মো. সোহেল মিয়া (২৬)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোররাতে ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে ছিনতাইকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন মো. সৈকত মিয়া (২০)। তিনি রাত সাড়ে তিনটার দিকে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে পৌঁছান। কোনও কিছু বুঝে উঠার আগেই তিনি দেখতে পান একটি অটোরিকশা তার সামনে এসে থামে এবং কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি স্মার্ট ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সৈকতের চিৎকার শুনে তেজগাঁও থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং নাজমুল ও সোহেলকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় অপর এক ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়।
থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা অটোরিকশা নিয়ে বের হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে সময়-সুযোগ বুঝে দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত মো. নাজমুল হাসানের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় ছিনতাই ও ডাকাতি চেষ্টার আরও দুটি মামলা রয়েছে।