Jamaat-e-Islami Ameer Shafiqur Rahman (right) paid a courtesy call on Islami Andolan Bangladesh Ameer Syed Mohammad Rezaul Karim in Barishal today (21 January). Photo: Collected
“>
Jamaat-e-Islami Ameer Shafiqur Rahman (right) paid a courtesy call on Islami Andolan Bangladesh Ameer Syed Mohammad Rezaul Karim in Barishal today (21 January). Photo: Collected
Jamaat-e-Islami Ameer Shafiqur Rahman met with Islami Andolan Bangladesh Ameer Syed Mohammad Rezaul Karim, also known as Charmonai Pir, in Barishal today (21 January), signaling closer ties between the two parties.
জামায়াতের জেলা ও মহানগর কর্মী সম্মেলনে যোগ দিতে আজ সকালে বরিশালে আসেন শফিকুর। আজ বিকেলে চরমোনাই দরবার শরীফে রেজাউলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উভয় নেতাই বলেন, তাদের দলগুলোকে অন্য রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে এবং তারা আর এভাবে ব্যবহার করতে চায় না।
আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোট হবে কিনা জানতে চাইলে তারা ঐক্যের জন্য জনগণের কাছে দোয়া চেয়েছেন।
শফিকুর বলেন, “আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই। আমাদের ঐক্যবদ্ধ শক্তিতে আমরা আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না। তাই যথাযথ সময়ের মধ্যে সংস্কারের পর নির্বাচন করতে হবে।”
রেজাউল বলেন, “৫৩ বছর পর ৫ আগস্ট আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তা ইসলামের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে। আমরা যদি সে বিষয়ে সময়মতো পদক্ষেপ না নিতে পারি, তাহলে তা হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক ও দুর্ভাগ্যজনক। তাই আমি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা সবাই মিলে দেশ গড়তে কাজ করতে পারি।”
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বলা যায় আমরা ড [Jamaat and Islami Andolan] একসাথে কাছাকাছি আসছে।”