Homeপ্রবাসের খবররাজশাহীকে ৮০ রানে গুটিয়ে বিশাল জয় চিটাগংয়ের

রাজশাহীকে ৮০ রানে গুটিয়ে বিশাল জয় চিটাগংয়ের


টানা দুই হারের পর জয়ের ধারায় ফিরলো চিটাগং কিংস। আগের ম্যাচে দুইশোর্ধ্ব সংগ্রহ তাড়ার খুব কাছে গিয়ে হেরে বসা রাজশাহী কিংসকে এবার নাকাল করে ছাড়লো মোহাম্মদ মিঠুনের দল।

চিটাগংয়ের ১৯১ রানের বিশাল সংগ্রহের জবাবে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে রাজশাহীর ইনিংস। ম্যাচটি তারা হেরেছে ১১১ রানের বড় ব্যবধানে।

আট ম্যাচে এটি চিটাগংয়ের পঞ্চম জয়। পয়েন্ট তালিকার তিন নম্বরে তারা। নয় ম্যাচে ছয় হারে পাঁচেই রাজশাহী।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকছিল রাজশাহী। ২০ রানে ৩টি আর ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। এনামুল হক বিজয়ের ২১ বলে ২১ আর আকবর আলির ১৩ বলে ১০ ছাড়া আর কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।

শরিফুল ইসলাম ১০ রানে আর নাইম ইসলাম ৬ রান দিয়ে নেন দুটি করে উইকেট।

এর আগে নাইম ইসলাম-গ্রাহাম ক্লার্কদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৯১ রানের বড় পুঁজি গড়ে চিটাগং কিংস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উসমান খানকে (৪ বলে ৭) হারালেও নাইম-ক্লার্কের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় চিটাগং। ক্লার্ক ২৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৫ আর নাইম ৪১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৫৬ রান।

এরপর মোহাম্মদ মিঠুন ২০ বলে ২টি করে চার-ছক্কায় ৩২, হায়দার আলি ১৪ বলে ২৫ আর শেষদিকে রাহাতুল ফেরদৌস ৮ বলে খেলেন ১৬ রানের ইনিংস।

তাসকিন আহমেদ ২৩ রানে নেন ২টি উইকেট। মোহর শেখ ২ উইকেট পেলেও খরচ করে ফেলেন ৪৬ রান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত