Homeবিনোদনএকের পর এক নাটকে নাদিয়া

একের পর এক নাটকে নাদিয়া


ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বর্তমানে প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। ধারাবাহিক ও প্যাকেজ নাটকের শিডিউলের কারণে নেই দম ফেলার সুযোগ। এরই মধ্যে শুটিং সেট থেকে কালবেলার সঙ্গে আলাপ হয় নাদিয়ার। কথা বলেন নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে।

নাটক, বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই ব্যস্ততা থাকে নাদিয়ার। বর্তমানে এ অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক রয়েছে, যেগুলো প্রচার হবে টেলিভিশনে। এ ছাড়া রয়েছে সিঙ্গেল নাটকও।

সেই ব্যস্ততা নিয়ে নাদিয়া বলেন, “বর্তমানে আমি ‘গোলমাল’ শিরোনামের একটি ধারাবাহিকের কাজ করছি। যার শুটিং চলছে। এ নাটকে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। আমার বিপরীতে রয়েছেন তিনজন। যাদের সঙ্গে আমাকে নিয়ে গোলমাল লেগে যায়। এ তিনজন হলেন রওনক হাসান, গোলাম কিবরিয়া তানভীর ও ইমতু রাতিশ। দারুণ একটি গল্পে এটি নির্মাণ হচ্ছে। নাটকটি দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। এরপর আরও একটি ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’র কাজও চলছে।”

বর্তমানে নাদিয়ার হাতে বেশ কয়েকটি নাটক রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘ম্যানেজ মাস্টার’, ‘জোনাকির আলো’ ও ভালোবাসা দিবসে আসছে তার আরও একটি নাটক। যেখানে এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। নিজের এমন ব্যস্ততা নিয়ে নাদিয়া আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ এ বছরের প্রথম থেকেই কাজের ব্যস্ততা ভালো। বেছে বেছে কাজ করছি। এ ছাড়া আরও অনেক কাজের অফার আসছে। এমন ব্যস্ততা নিয়েই বছরজুড়ে থাকতে চাই। এরই মধ্যে ঈদের নাটকের কাজও শুরু হয়ে গেছে, যা আগে থেকেই রেডি করা হচ্ছে। তবে ওটিটির কোনো কাজ নিয়ে এখনো কথা হয়নি। ভালো গল্প হলে সেখানেও কাজ করার ইচ্ছা আছে।’

নাদিয়াকে সবশেষ ‘ভেজা চোখ’ নাটকে অভিনয় করতে দেখা যায়। এতে তার বিপরীতে অভিনয় করেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া নিজের দর্শকের কাছে ভোট চেয়েছেন এ অভিনেত্রী। তিনি ‘নিয়তি’ নাটকের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর সেরা অভিনেত্রী (নাটক) পদে মনোনীত হয়েছেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত