অভিনেত্রী তাসনিয়া ফারিণ ক্যারিয়ারের শুরুর দিকে ‘ফাতিমা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সাত বছর পর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৪ সালের ২৪ মে। এর আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নেয়।
এবার সিনেমাটি নিয়ে সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জানালেন তার ঘুরে দাঁড়ানোর গল্প। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করলেন ‘ফাতিমা’ টিমের কাছে। এ নিয়ে ফারিণ বলেন, “আমি এ সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিলাম আরও সাত বছর আগে। ক্যারিয়ারের একদম শুরুর দিকে। তখন শুধু বিজ্ঞাপনে অভিনয় করতাম। আমাকে দর্শক সেভাবে চিনত না। তখন ধ্রুব হাসান ভাই এ সিনেমায় আমাকে অভিনয়ের জন্য কাস্ট করেন। এরপরই আমার জীবন ঘুরে যায়। কারণ আমার তখন অনেকের সঙ্গেই পরিচয় ছিল না। এ সিনেমার মাধ্যমে নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়। আর কাজটি করতে গিয়ে তো অনেক কিছু সেখার সুযোগ পাই। এক কথায় বলতে গেলে ‘ফাতিমা’ সিনেমার জন্যই আজ আমি তাসনিয়া ফারিণ।” উৎসবে ফারিণের এ সিনেমাটি ‘বাংলাদেশ প্যানোরামা’ বিভাগে দেখানো হয়। ছবিটিতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।
ফারিণ বর্তমানে নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এতে তিনি জুটি বাঁধছেন জিয়াউল হক অপূর্বর সঙ্গে। আসছে ভালোবাসা দিবসে এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচার হবে।