Homeলাইফস্টাইলসাবধান! ডেটিং অ্যাপের পদে পদে বিপদ

সাবধান! ডেটিং অ্যাপের পদে পদে বিপদ


একটা সময় প্রেমের অনুভূতি ছিল আকাশছোঁয়া। একটু আড়চোখে দেখা, বিকেলে বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে পছন্দের মানুষটির পাড়ায় আড্ডা, চিঠি চালাচালি, লাজুক মুখে বলতে চাওয়া ‘তোমায় ভালবাসি’। সেসব দিন চলে গেছে। প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন নানাভাবে সহজ করেছে। সহজ করেছে আত্মিক এই ব্যাপারটিতেও। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ডেটিং অ্যাপের মাধ্যমে খুব সহজেই খুঁজে নিতে পারেন নিজের পছন্দের মানুষটিকে। বিশেষ বন্ধু খুঁজতে শুধু তরুণ প্রজন্মেই না ডিভোর্সি বা একাকী প্রৌঢ় মানুষেরাও ভরসা রাখেন অ্যাপেই। আলাপ, তার পর দেখাসাক্ষাৎ, কফি ডেটে যাওয়া… এগুলো খুব চটজলদি হয়ে থাকে।

গত কয়েক বছরে ডেটিং অ্যাপের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে অভিযোগও। কাউকে মিষ্টি কথায় ভুলিয়ে ডেকে এনে পকেট ফাঁকা করা থেকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। বিপদের কথা বলে সাহায্য চেয়ে জালিয়াতির অভিযোগ নতুন নয়। অনেক সময় ডেটিং সাইটে কারও সঙ্গে কয়েকদিন কথা বলার পরে তার গতিবিধিতে সর্বক্ষণ নজরদারির করার কথাও শোনা যায়। সে কারণেই ডেটিংয়ের সময় সাবধানতাও জরুরি। নতুন কারও সঙ্গে সাক্ষাতের সময় যেমন জরুরি, তেমনই ডেটিং সাইটে প্রোফাইল খোলার পর থেকে কথোপকথন চালানোর সময়ও সতর্ক থাকা দরকার। প্রোফাইলে ব্যবহারের জন্য এমন কোনও ছবি রাখা দরকার, যা অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যবহার করা হয়নি। পাশাপাশি নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থাও করতে হবে। ডেটিং অ্যাপে আলাপের পরে প্রথম সাক্ষাতের সময় বিপদ এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন-

তাড়াহুড়ো করলেই বিপদ

আজকে কথা, পরশু দেখা, তরশু এক সঙ্গে বেরিয়ে পড়া। কথা থেকে কফি ডেট এবং ঘুরে-ফিরে আসা— সবটুকুই এখন ঘটে যায় অতি দ্রুত, পরস্পরকে চিনে নেওয়ার আগেই। তবে এই তাড়াহুড়োতেই ঘটে যেতে পারে বিপদ। ফোনের অন্য প্রান্তের অদেখা, অচেনা মানুষটিকে একটু চিনে নেওয়ার পরই দেখা করার প্রস্তাবে সম্মতি দেওয়া দরকার। প্রথম দর্শনেই কারও ব্যক্তিগত গাড়িতে লং ড্রাইভ এড়িয়ে চলতে পারেন।

সাক্ষাৎ কোথায়?

প্রথম আলাপ নিভৃতে, নির্জনে, ফাঁকা বাড়িতে? নৈব নৈব চ। সাক্ষাৎ হোক দু’জনেরই সুবিধামতো কোনও স্থান। তবে সেখানে যেন আরও পাঁচজনের উপস্থিতি থাকে। তা হতে পারে শপিং মল, প্রেক্ষাগৃহ, ক্যাফে বা এমন কোনও জায়গা, যেখানে লোকজনের আনাগোনা রয়েছে।

গোপন কথাটি রবে না গোপনে

গোপনে দেখা করার পরিকল্পনাটি গোপনে না করাই ভালো। ঢাকঢোল পিটিয়ে বাবা-মাকে বলা না গেলেও ঘনিষ্ঠ বন্ধু, ভরসাযোগ্য কোনও মানুষকে বলে যাওয়া দরকার। যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার নাম, ধাম, পরিচয় অন্তত এক জনকেও জানিয়ে গেলে, বিপদ এড়ানো যেতে পারে।

সীমাবদ্ধতা স্পষ্ট হোক

প্রথম দর্শনে নিজেদের সীমারেখা দু’তরফের জন্যই স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। প্রথম সাক্ষাতে না হোক, কয়েকবারের সাক্ষাতের পর মদপানের পরিকল্পনা থাকলেও, কোথায়, কখন থামতে হবে, সে ব্যাপারে ধারণা থাকা বাঞ্ছনীয়।

পছন্দ না হলে

প্রথম সাক্ষাতে যদি নতুন মানুষটিকে ঠিক পছন্দ না হয়, তবে দেরি না করে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে বেরিয়ে আসাই ভালো। প্রয়োজনে আগে থেকে জানিয়ে রাখা ব্যক্তির সাহায্য নিতে পারেন। বিপদ বুঝলে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। নিজের সুরক্ষা নিজের কাছেই, এ কথা ভুললে চলবে না।

সাবধান হওয়া দরকার শুরুতেই

ডেটিং সাইটে অসংখ্য প্রোফাইল, অসংখ্য মানুষ, তারা সকলেই সব তথ্য সত্যি দেন না। তাই শুরুতেই গড়গড়িয়ে ব্যক্তিগত তথ্য না বলে রয়েসয়ে কথা বলাই ভালো। আর বিপদের অসিলায় টাকা চাইলে শুরুতেই সতর্ক হওয়া প্রয়োজন। যদি অন্য পক্ষ শুরুতেই যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলে, খোলামেলা পোশাকের ছবি চায়, তা হলেও কিন্তু বুঝেশুনে পা ফেলাই বুদ্ধিমত্তার পরিচয় হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত