Homeজাতীয়এয়ার পিউরিফায়ারে কর কমল ২৭ শতাংশ

এয়ার পিউরিফায়ারে কর কমল ২৭ শতাংশ


logo

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০: ৫৯

Photo

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি

এয়ার পিউরিফায়ার আমদানিতে ২৭ দশমিক ১০ শতাংশ কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমেছে পণ্যটি আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্কও (সিডি)। শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ জানান, গতকাল সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এনবিআর জানায়, এয়ার পিউরিফায়ারের আমদানিতে ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) প্রদান থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫০ শতাংশে নেমেছে।

করভার কমানোর কারণ হিসেবে এনবিআর বলছে, বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। এই বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতির পাশাপাশি অনেক বেশি আর্থিক ক্ষতিও হচ্ছে। সেই প্রেক্ষাপটে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর মাধ্যমে এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে কর-শুল্ক কমানো হয়েছে।

প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১ হাজার ৫০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত কমবে বলে আশা করছে এনবিআর। আমদানি ব্যয় কমার কারণে এয়ার পিউরিফায়ার জনগণের কাছে কম দামে সহজলভ্য হবে। এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করে এনবিআর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত