Homeবিনোদনশুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা


‘কান্তারা’ দিয়ে ২০২২ সালে ব্যাপক আলোচিত হন কন্নড় অভিনেতা ঋষভ শেঠি। মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি রচনা, পরিচালনাও করেন ঋষভ। কান্তারার অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় তিনি বানাচ্ছেন এর প্রিকুয়েল ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। এ বছরের ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। তবে শুটিং করতে গিয়ে বড়সড় বিপদ ডেকে এনেছে কান্তারা টিম। সমালোচনার মুখে পড়েছেন নায়ক।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, কর্ণাটকের গোভিগুদ্দা এলাকায় গহিন বনের ভেতর রাখা হয়েছে এ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং। তবে শুটিং করতে গিয়ে বনের বিস্তৃত অংশ পুড়িয়ে দিয়েছে কান্তারা টিম, এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। পরিবেশের ক্ষতির বিষয়ে উদ্বেগ জানিয়ে ইয়েসালুর পুলিশ স্টেশনে অভিযোগ দিয়েছেন জেলা পঞ্চায়েতের কয়েকজন সাবেক সদস্য ও স্থানীয় গ্রামবাসী।

জানা গেছে, শুধু চারণভূমিতে কান্তারা চ্যাপ্টার ওয়ানের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তার তোয়াক্কা না করে গহিন বনে বিস্ফোরক ব্যবহার করে শুটিং করেছেন ঋষভ শেঠি। এতে বনের অনেকটা অংশ পুড়ে গেছে। স্থানীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নেতিবাচক প্রভাব পড়েছে বনের পশুপাখির ওপরও।

জেলা পঞ্চায়েত সদস্য সান্না স্বামী এ বিষয়ে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিস্ফোরক ব্যবহার করে শুটিং করায় আতঙ্কিত হয়ে বন্য হাতি প্রায়ই আক্রমণ করছে স্থানীয় গ্রামে। এতে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

এরই মধ্যে কান্তারা চ্যাপ্টার ওয়ান সিনেমার শুটিং টিমের সঙ্গে গ্রামবাসীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বনের ভেতর বিস্ফোরক ব্যবহার করায় প্রতিবাদ জানিয়ে শুটিং টিমের এক সদস্যের আক্রমণের শিকার হন এক যুবক। পরবর্তী সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কান্তারার শুটিং টিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং শুটিং অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত