Homeদেশের গণমাধ্যমেনমুনা পরীক্ষার ছাড়পত্রের অপেক্ষায় বন্দরে আটকে থাকে পণ্যের চালান

নমুনা পরীক্ষার ছাড়পত্রের অপেক্ষায় বন্দরে আটকে থাকে পণ্যের চালান


আকিজ ফুডের মতো মেঘনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিরও একটি চালান বন্দরে আটকা পড়েছে। প্রতিষ্ঠানটি খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য ভেজিটেবল ফ্যাটের একটি চালান নিয়ে আসে ১২ জানুয়ারি। বিএসটিআইর পরীক্ষার জন্য চালানের নমুনা তোলা হয় ১৩ জানুয়ারি। নমুনা জমা নেওয়া হয় পরদিন। এই চালান পরীক্ষার সনদও পাওয়া যাবে আগামীকাল বুধবার। তাতে সব মিলিয়ে পণ্য খালাসে তাদের সময় লাগবে ১০ দিন।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নমুনা পরীক্ষার বিষয়টি পুরোপুরি বিএসটিআইয়ের ওপর নির্ভর করে। বিএসটিআই যত দ্রুত নমুনা পরীক্ষা করে ছাড়পত্র দিতে পারবে, তত দ্রুত পণ্যের শুল্কায়ন হবে।

এ বিষয়ে বিএসটিআইয়ের চট্টগ্রামের প্রধান গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, সাধারণত নমুনা পরীক্ষা করে ছাড়পত্র দিতে ছয় কার্যদিবস লাগে। নতুন নিয়মে এখন যেহেতু ছাড়পত্র ছাড়া পণ্য খালাস সম্ভব নয়, সে জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হচ্ছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত