তবে একটু পরে নিজেই রহস্য ভাঙলেন। জানালেন, ঢাকার বাইরে শুটিংয়ে যাচ্ছেন। যে কারণে ব্যাগ গোছাতে ব্যস্ত। ব্যাগ গোছাতে গোছাতেই বলতে শুরু করলেন, ‘এটা আমার জন্য বিশেষ একটা কাজ। এমন কাজের সঙ্গে আগে আমি যুক্ত হইনি। সিনেমা নাকি ওয়েব, সেটাও বলতে বারণ করেছেন। গত মাসে শুটিং করেছি। একদমই নতুন গল্প চরিত্রে দর্শক আমাকে দেখবেন।’
এবারই প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন জয়া, প্রীতম ও এলিটা। জয়া বলেন, ‘আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। প্রীতম তো নিয়মিত অভিনয়ও করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে, তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক।’