Homeজাতীয়জামায়াতের হিন্দু নেতা শোভন দাসের বক্তব্য

জামায়াতের হিন্দু নেতা শোভন দাসের বক্তব্য


আমি শোভন দাস, আপনারা ইতোমধ্যে আমার নাম শুনেছেন এবং পদবী শুনে একটু হতভাগ হয়েছেন। আসলে এটাই বাস্তব। হতভাগ হওয়াই, এই প্রেক্ষিতে একটা কথা মনে আসে, হাজার বছরের গ্রিক দার্শনিক জন কিডস এর কথা।

তিনি একটা কথা বলেছিলেন, “বিউটি ইজ ট্রুথ এন্ড ট্রুথ ইজ বিউটি” অর্থাৎ সত্যই সুন্দর আর সুন্দরই সত্য।

আমি মনে করি, সদা সত্য কথা বলা, সৎপথে চলা, কাউকে প্রলোভন না দেখানো, একজনের হাত থেকে আরেকজনকে রক্ষা পাওয়া এবং আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করা এটাই সত্য। আর এই যদি সত্যই হয়, সেটাই সুন্দর। আর আমি সত্য, সুন্দর থেকে আজকে আপনাদের মাঝে আমিও বলতে চাই, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

এই আলোকে আমরা সবাই এক মঞ্চে মানবজাতির মানবিকতার ঊর্ধ্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, এই না ভেবে আমরা বলতে পারি, আমরা মানুষ। আমি দেখেছি, গত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় প্রত্যেকটা মন্দির এবং মহল্লায় এই জামায়াতের বড় ভাই ও দাদারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে শুধু তাই নয়, সার্বক্ষণিক ২৪ ঘন্টা আমাদের দেখবার দায়িত্ব পর্যন্ত নিয়েছে। কিভাবে?

আপনার ধর্ম সুন্দর সুষ্ঠভাবে পরিসমাপ্ত হয়, আমি কৃতজ্ঞ জানাচ্ছি এবং তখনই আমি জানতে পেরেছি, এ জামায়াতের পরিচয় কি? আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে।

আমি বিশ্বাস করি, আমার সনাতন সম্প্রদায় আপনাদের হাত দ্বারা কখনোই অক্ষুন্ন এবং বঞ্চিত হবে না। আমি মনে করি, সনাতনী সম্প্রদায়ের একটা বটবৃক্ষ ছায়ার মত আপনারা আছেন সবসময়। আমাদেরকে দেখবেন, এটাই ইসলামের অন্যতম মাধ্যম। কারণ আমাদের সকল ধর্মের একটাই উদ্দেশ্য, লক্ষ্য সৃষ্টির কাছে পৌঁছানো।

তিনি আরো বলেন, ধর্মীয় পক্ষে আমাদের হয়তো হতে পারে, বিভিন্ন দিক, বিভিন্ন মত, কিন্তু আমরা তো মানুষ। এই মানুষ হিসেবে আমরা চাই, আমরা সকলে একসাথে থাকতে। এটা বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ। স্বাধীন চেতনা নিয়ে আমরা বাঁচতে চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। কোন অপশক্তি নেই, আমি বিশ্বাস করি, আমাদেরকে একতায় অক্ষুন্ন করে দেবে।  আমি ছোট্ট মানুষ অনেক কথাই বলে ফেললাম, তো আমি জানি আগামী দিন থেকে আপনারা আছেন। চুয়াডাঙ্গা জেলা নয়, চুয়াডাঙ্গা জেলার অন্যান্য ৬৪ টা জেলার এই সনাতনী সম্প্রদায়কে আপনারা বটবৃক্ষের ছায়ার মত ছায়া দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আদাব ও আসসালামু আলাইকুম, ধন্যবাদ।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=cy-_zj1Ug6Q

মো. মহিউদ্দিন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত