Homeদেশের গণমাধ্যমেজিয়ার জন্মবার্ষিকী : মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

জিয়ার জন্মবার্ষিকী : মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটোনা বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের জন্যই বিএনপির রাজনীতি। তাই দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সাধ্যমতো অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই দলটি যে কোনো দুর্যোগে, সংকটে, প্রাকৃতিক বিপর্যয়ে অসহায়, সামর্থ্যহীন মানুষের পাশে থাকে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালমা সুলতানা সোমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির উদ্দিন আহমেদ শাহিন, যুগ্ম-সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদির রাজু, সদস্য সচিব আহমেদ আহাদ মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত