বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশ ইস্যুতে করা প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ এমপিদের একটি দল। তবে ওই প্রতিবেদনটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে তৈরি করা বলে অভিযোগ ওঠে। এমন অভিযোগের পর প্রতিবেদনটি প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা।
৩ জিম্মিকে ফেরত পেয়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল
ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দুই পক্ষ জিম্মি ও বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে। যুদ্ধবিরতির প্রথম দিনে হামাস ৩ জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। এরপরই ইসরায়েলের কারাগার থেকে অন্তত ৯০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ (২০ জানুয়ারি)। দেশটির স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তার অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটল ভবনে।
কেউ থামাতে পারেনি, বরাবরই নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প এক সময় মার্কিন ধনকুবের হিসেবেই বেশি পরিচিত ছিলেন। কিন্তু এখন এই মার্কিন ব্যবসায়ীর সবচেয়ে বড় পরিচয় তিনি বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির প্রেসিডেন্ট। তাও আবার একবার নয়, এ নিয়ে দ্বিতীয় বারের মতো তিনি যুক্তরাষ্ট্রের মসনদে বসতে যাচ্ছেন। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ, বিশ্বে এর প্রভাব কেমন হতে পারে?
দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প, তার এই ফেরা বৈশ্বিক রাজনীতি ও নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। তার আমেরিকা ফার্স্ট এজেন্ডা আন্তর্জাতিক সম্পর্কে নতুন রূপ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম দিনেই অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন ট্রাম্প
রোববার (১৯ জানুয়ারি) ওয়াশিংটনে এক সমাবেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন ও দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। তবে তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে অভিবাসনবিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে ও খরচও অনেক বেশি হবে।
শপথ অনুষ্ঠানের ঐতিহ্য ভেঙে বিদেশি নেতাদের দাওয়াত দিয়েছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ঐহিত্য অনুযায়ী প্রেসিডেন্টের অভিষেক একটি অভ্যন্তরীণ বিষয়। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সাধারণত মার্কিন কর্মকর্তা, দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্টদের উপস্থিতিতে ক্যাপিটল ভবনের সিঁড়িতে স্থাপিত খোলা মঞ্চে শপথ নেন। আশপাশের খোলা জায়গা থেকে উপস্থিত জনতা এই অনুষ্ঠান সরাসরি দেখেন।
যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হতে শুরু করেছে টিকটক
ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হতে শুরু করেছে টিকটক। কারণ ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই তিনি টিকটক সচল করতে ব্যবস্থা নেবেন। দেশটিতে খুব অল্প সময় বন্ধ থাকার পর ব্যবহারকারীরা এরই মধ্যে টিকটক অ্যাপে মেসেজ পেতে শুরু করেছেন।
আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
বহুল আলোচিত কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন শিয়ালদহ আদালত। সেই সঙ্গে রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ রুপি দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) এই সাজা ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস।
ইরানে ধর্ম অবমাননার দায়ে সঙ্গীতশিল্পীর মৃত্যুদণ্ড
সঙ্গীতশিল্পী আমির হোসেন তাতালু নামে পরিচিত। সম্প্রতি তাঁর বিরুদ্ধে হওয়া ধর্ম অবমাননা মামলার কার্যক্রম আবার চালু হয়। মহানবী হযরত মুহাম্মদ (স.) কে অবমাননা করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাতালুর।
এসএএইচ/এমএস