হিমি বলেন, ‘শুটিং না থাকলে বেশির ভাগ সময়ই কাটে পশুপাখিদের সঙ্গে। এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমি বাসায় থাকলে আমার পোষা বিড়াল, পাখি সব সময় আমার সঙ্গে থাকে। তাদের দেখভাল আমি খুবই উপভোগ করি।’
ছবিতে চারটি পাখি হিমির কাঁধে বসে আছে। বাসায় পাখি এল কীভাবে—জানতে চাইলে হিমি জানান, পাখি পোষার ইচ্ছা তাঁর ছিল না। ‘এগুলো শুটিংয়ে ব্যবহার করা পাখি। শুটিং শেষে পাখি নিয়ে বিপাকে পড়ে শুটিং ইউনিট। আমাকে দিতে বলি। রাত দুইটায় গাড়িতে ওঠার সময় দেখি সেই পাখি দুইটা। পরে বাসায় নিয়ে আসি। ভেবেছিলাম ছেড়ে দেব। পরে পাখি নিয়ে যাঁরা কাজ করেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলি। তাঁরা জানান, এগুলো অস্ট্রেলিয়ান পোষা পাখি, উন্মুক্ত পরিবেশে অভ্যস্ত না হওয়ায় মারা যেতে পারে। পরে বাসাতেই থাকা শুরু করে।’