ভারতের কলকাতার আলোচিত আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার রুপি জরিমানা করেছেন এবং ওই নারী চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। সোমবার কলকাতার শিয়ালদহের জেলা দায়রা জজ আদালত এই আদেশ দিয়েছেন। খবর আনন্দবাজারের।
এই হত্যা ও ধর্ষণ মামলার পুনঃতদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আগামী ১৭ মার্চ সেই আবেদনের শুনানি হবে ভারতের সুপ্রিম কোর্টে। নির্যাতিতার মা-বাবা সোমবার আবার বলেছেন, শুধু একজন এই ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটাতে পারেন না। সিবিআইকে অন্য অপরাধীদেরও খুঁজে বের করে দিতে হবে। যদিও সঞ্জয় রায় আগে থেকে দাবি করেছিলেন যে তিনি ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে ফাঁসানো হয়েছে। এদিকে এই রায় ঘোষণা নিয়ে সোমবার শিয়ালদহ আদালতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য পুলিশ নিরাপত্তা জোরদার করে। আদালতে ঢোকার সব ক’টি পথ আটকে দেওয়া হয়। আদালত চত্বরে নিয়োজিত ছিল প্রচুর পুলিশ। যদিও রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা অন্য দোষীদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের তথ্য-প্রমাণ লোপাটের প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে সিবিআইর অতিরিক্ত চার্জশিট প্রদানের দাবিতে আন্দোলন জারি রেখেছে চিকিৎসকদের একাংশ। কলকাতার ‘ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’এর ডাকে চলমান এই আন্দোলনে শামিল হয়েছেন এসব চিকিৎসক। গত বছরের ৯ আগস্ট আরজি করের ওই চিকিৎসক রাতে হাসপাতালে ডিউটি করার সময় ধর্ষণের শিকার ও নৃশংসভাবে খুন হন। এই খুনের অপরাধে পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে ১০ আগস্ট। ১৩ আগস্ট এই হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। ১৪ আগস্ট কলকাতায় এ ঘটনার প্রতিবাদে পালিত হয় রাত জাগা কর্মসূচি। সেদিনই রাতে আরজি কর হাসপাতালে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় একশ্রেণির দুষ্কৃতকারী। গত শনিবার এই আদালত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। ঘটনার ৫ মাস ১১ দিন পর সোমবার বেলা পৌনে ৩টার দিকে এই শাস্তি ঘোষণা করা হয়। গত শনিবার এই আদালতের বিচারক উভয় পক্ষের সওয়াল-জবাবের পর ভারতের ন্যায় সংহিতার তিনটি ধারায় দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে। তিনি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের চার্জশিটে একমাত্র অপরাধী ছিলেন। সোমবার এই রায় দেন কলকাতার শিয়ালদহের জেলা দায়রা জজ আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক অনির্বাণ দাস।