নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২১: ০২
গিয়াস উদ্দিন আল মামুন। ফাইল ছবি
অস্ত্র মামলায় ১০ বছরের সাজা থেকে মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালের ২৬ মার্চ অস্ত্র আইনে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ওই মামলা করেন তৎকালীন এসআই কাজী আব্দুল আওয়াল। ওই মামলায় একই বছরের ২৪ এপ্রিল চার্জশিট দেওয়া হয়। এরপর ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে একই বছরের ৩ জুলাই ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. আবুল বাসার।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। ওই আবেদন শুনানি করে রুল জারি করা হয়। রুল নিষ্পত্তি করে সোমবার রায় দেন হাইকোর্ট।
গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী কাজী আক্তার হোসেন ও মোহাম্মদ মাসুম বিল্লাহ।