সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক (২৭) ও আলিমুদ্দিন (৪২)।
সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক আমির হামজার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা তোলার পর ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢালীপাড়া এলাকা থেকে ওই দুই কর্মচারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা। এ সময় তারা আমির হামজার কর্মচারী ওবায়দুল্লাহ ও শওকত হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ডসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, ছিনতাইয়ের ঘটনায় গত ২১ ডিসেম্বর সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রফিককে দল থেকে বহিষ্কার করা হয়।