Homeরাজনীতিশহীদ আসাদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

শহীদ আসাদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা


শহীদ আসাদ দিবসে সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে আসাদের সংগ্রামী স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, জোনায়েত হোসেন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

শ্রদ্ধা জানানোর সাংবাদিকদের সাইফুল হক বলেন, ‘শহীদ আসাদের রক্তের ধারাতেই ১৯৬৯ এর গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং মুক্তিযুদ্ধের জমিন তৈরি হয়।’

তিনি বলেন, ‘আসাদের স্বপ্ন ছিল, শোষণ-বৈষম্যহীন জনগণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা। কিন্তু তার শহীদ হওয়ার পর ৫৫ বছর পার হলেও বাংলাদেশ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক হয়নি।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘গত ৫৪ বছরে ক্ষমতার জন্য লাখ লাখ শহীদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন করা হয়নি।’

তিনি বলেন, ‘২০২৪ এর গণঅভ্যুত্থান আসাদসহ আমাদের লাখ লাখ শহীদের স্বপ্নের শোষণহীন, সাম্যভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ আর বিনষ্ট হতে দেওয়া যাবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত