সেন্ট কিটসের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের নারী ক্রিকেটাররা সরাসরি ২০২৫ নারী বিশ্বকাপে খেলার স্বপ্নকে কঠিন করে তুলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে হেরে যাওয়ায় বাকি দুই ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট সংগ্রহ করা এখন সময়ের দাবি। তা না হলে বাছাইপর্বের চ্যালেঞ্জ নিতে হবে নিগার সুলতানার দলকে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের নারী দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৯৮ রান। ওপেনার ফারজানা হক দ্রুত ফিরে গেলেও মুরশিদা খাতুন (৫৩ বলে ৪০) ও শারমিন আক্তার (৭০ বলে ৪২) ভালো শুরু এনে দেন। তবে এই জুটি ভাঙার পর মিডল অর্ডারে শবনম মোস্তারি (৩৫) ও স্বর্ণা আক্তার (২৯) কিছুটা প্রতিরোধ গড়লেও দলের সংগ্রহ দুই শ’ রানের আগেই থেমে যায়।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিলি ম্যাথুস বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ম্যাচ জেতানোর পথে তিনি করেন ১৬ চারে ৯৩ বলে অপরাজিত ১০৪ রান। তার সঙ্গে কিয়ানা জোসেপের ৭৯ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংসে ক্যারিবীয়রা সহজেই জয় তুলে নেয়।
২০২৫ নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি অংশ নেবে। ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন তালিকার ষষ্ঠ স্থানে। শীর্ষ পাঁচে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ২১ পয়েন্ট। সিরিজে পরের দুই ম্যাচে ভালো পারফর্ম করা ছাড়া সরাসরি বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (শারমিন ৪২, মুরশিদা ৪০, ডটিন ৩/৪০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৪ ওভারে ২০২/১ (ম্যাথুস ১০৪*, জোসেপ ৭০; রাবেয়া ১/৩৮)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার।