নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিভিন্ন বিষয়ে কথা বললেন সাংবাদিক গোলাম মওলা রনি। সেখানে কিছু হুঁশিয়ারিমূলক বার্তা দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আজকে জামাত যেই পর্যায়ে পৌঁছে গেছে বা যেই অবস্থানটিতে আছে অর্থনৈতিকভাবে কিংবা রাজনৈতিকভাবে তা বিএনপির জন্য সরাসরি হুমকির মত।’
তিনি আরও বলেন, ‘সর্বপ্রথম জামাত একটি চালাক দল। এখানে আওয়ামীলীগ কিংবা বিএনপি’র মত মাথামোটা নেতৃত্ব তুলনামূলক কম আছে ।’
দেশের রতাজনীতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, তা হল তারা পাবলিকের টাকায় খাবে, দামি গাড়ি কিনবে কিংবা অনেকগুলো বাড়ি থাকবে, আর এই সম্পদ তারা দখল করে চাঁদাবাজি করে কিংবা কমিশন থেকে নেয়। এই দিক থেকে জামায়াতের এমন কোন বদনাম এখন পর্যন্ত হয়নি।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার এখন একটি নিরাপদ অবস্থানে আছে এবং এখন যদি নির্বাচন হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির চেয়ে বড় দল বাংলাদেশে আর নেই। এই সুযোগটা নিয়েই বিএনপি বিভিন্নভাবে তাদের প্রচারণা চালাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এতে বেশিরভাগ সময় বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে আর বিএনপি এই কারণেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তারা আসলে ভয়ের কারণে নির্বাচনটা আগে চাইছে।’