Homeদেশের গণমাধ্যমেপঞ্চগড়ে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীত

পঞ্চগড়ে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীত


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকালের তুলনায় তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা পরিমাণ ৯৯ শতাংশ ছিল। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

জানা যায়, সন্ধ্যার পর থেকে পঞ্চগড়ে শুরু হয় উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশা। এতে অনুভূত হতে থাকে কনকনে শীত। দিনভর উত্তরের হিমেল বাতাস থাকায় ছড়াতে পারেনি সূর্যের তীব্রতা। কনকনে শীত অনুভূত হওয়ায় কাজে ব্যাঘাত ঘটছে খেটে খাওয়া মানুষের। জেলার হাসপাতালগুলোতে শীতে বেশিরভাগ শিশু ও বয়স্করা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। তবে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকাল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত