এরপর এনামুল কথা বলেছেন নিজের সেঞ্চুরি নিয়ে। যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারার অতৃপ্তি ছিল তাঁর কণ্ঠে, ‘আসলে আমার ইনিংস নিয়ে বিশেষ কিছু বলার নেই। স্কোরবোর্ডে দেখছিলাম ম্যাচটা কতটুকু ক্লোজে (জয়ের কাছাকাছি) নিয়ে যাওয়া যায়, রানরেট কত চলছে। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ম্যাচ জেতাতে পারলে আলাদা শান্তি লাগত। এমন ম্যাচ জেতাতে পারা কিন্তু ব্যাটারের জন্য স্বপ্নের মতো ব্যাপার। সবার আশা থাকে ক্যারিয়ারে এমন ৫-৬টা ম্যাচ সে জেতাবে। তাই আফসোস থেকে যাবে।’
এনামুল এ সময় কথা বলেছেন নিজের ৩৬০ ডিগ্রি ব্যাটিং নিয়েও, ‘আমরা যেসব ইনিংস দেখি এর পেছনে বল বয়, কোচ, থ্রোয়ার, যারা কাছের মানুষ আছে তাদের আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সেই সকাল থেকে অনুশীলন করি। এটা ৩৬০ ডিগ্রি বলেন বা আন–অর্থোডক্স শট বলেন, এগুলো সুযোগ ব্যাটারের জন্য। খেলার সময় ভেবেছি কীভাবে পাওয়ারপ্লে শেষে বাউন্ডারি বের করতে পারব।’