তবে স্কোরলাইনে রিয়ালের পাশে ‘৭’ সংখ্যাটা থাকতে পারত। বাতিল হয়েছে ৩টি গোল। ৪২ মিনিটে রদ্রিগোর পাস থেকে কিলিয়ান এমবাপ্পের গোলটি ভিএআর রিভিউয়ে বাতিল হয়, যেটা না হলে তাঁর হ্যাটট্রিক হয়ে যেত। অফসাইড ছিলেন রিয়াল ফরোয়ার্ড। তার আগেই অবশ্য ১৮ ও ৩৬ মিনিটে দুটি গোল করে ফেলেন।
রদ্রিগো পালমাসের বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। সেখান থেকে স্পটকিকে ১৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। ৩৬ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটি দলীয় দুর্দান্ত এক ফিনিশিংয়ের ফসল। তখনই ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল। মাঝে ৩৩ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলেও ভূমিকা আছে এমবাপ্পের। তাঁর শট পালমাস গোলকিপার ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বলে লুকাস ভাসকেজের পাস থেকে গোল করেন দিয়াজ।