Homeখেলাধুলাবার্নাব্যুতে গোল দিয়ে রোনালদোকে ট্রল ইয়ামালের

বার্নাব্যুতে গোল দিয়ে রোনালদোকে ট্রল ইয়ামালের


এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনা দুর্দান্ত এক গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক ‘কালমা’ উদযাপন অনুকরণ করেছেন তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বার্সা, আর এই ঐতিহাসিক জয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ামাল।

হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ছন্দ বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে দেয়। রবার্ট লেভানডভস্কির দ্রুতগতির দুটি গোল দিয়ে এগিয়ে যায় বার্সেলোনা, এরপর ইয়ামাল এবং রাফিনহার আরও দুটি গোল মাদ্রিদকে চূর্ণ করে দেন।

গোল করার পর ইয়ামাল বার্নাব্যুর ভক্তদের দিকে ইঙ্গিত করে রোনালদোর বিখ্যাত ‘কালমা, আই অ্যাম হেয়ার’ উদযাপন করেন। উল্লেখ্য রোনালদোর এই বিখ্যাত উদযাপনটি রোনালদো বার্সার মাঠ ন্যু ক্যাম্পে গোল দিয়ে করেন। সেদিন রোনালদোর গোলে যেমন বার্সার স্টেডিয়াম নিশ্চুপ হয়ে যায় তেমনি রিয়ালের স্টেডিয়ামকেও চুপ করান বার্সার এই তরুণ তারকা। যা পুরো স্টেডিয়ামে নীরবতা ছড়িয়ে দেয়।

বিজয়ের পর ইয়ামাল তার সতীর্থদের উদ্দেশ্যে লা লিগা জয়ের লক্ষ্যে উৎসাহ দেন। তিনি বলেন, ‘ভিসকা বার্সা! চলুন লা লিগা জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ি, আমরা প্রস্তুত।’

এদিকে মাত্র ১৭ বছর ১০৬ দিনে এল ক্লাসিকোর সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েছেন ইয়ামাল। তিনি বার্সেলোনার সাবেক খেলোয়াড় আলফোনসো নাভারোর রেকর্ড ভেঙে ফেলেন, যিনি ১৭ বছর ৩৫৬ দিনে এল ক্লাসিকোতে গোল করেছিলেন।

এখন ইয়ামাল ও তার সতীর্থরা এক সপ্তাহের বিরতি পাবেন এবং ৩ নভেম্বর কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে আবারও মাঠে নামবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত