Homeরাজনীতিনির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে: মির্জা ফখরুল

নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে: মির্জা ফখরুল


অনির্বাচিত সরকারের কারণে দেশে নানা সংকট সৃষ্টি হচ্ছে দাবি করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সুশাসনের দিকে নজর দিতেও সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি।

আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে।’

‘অর্থনীতির অবস্থা ভালো না’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব—অনুগ্রহ করে ওই দিকে মনোযোগ দিন। অনুগ্রহ করে সুশাসনের দিক নজর দিন। সরকারের যারা আমলা আছেন, কর্মকর্তা-কর্মচারী আছেন, তাঁরা কিন্তু আবার আগের মতো কাজ শুরু করেছে। দুর্নীতি শুরু হয়ে গেছে। দুর্নীতি যাতে আর না হয়, দয়া করে সেই দিকে মনোযোগ দিন।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সুশাসনের দিকে নজর দিন। পুলিশ যেন ভালো কাজ করে, আমলারা যেন ভালো কাজ করে, সেদিকে নজর দিন। একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত ব্যবস্থা নিন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত