Homeদেশের গণমাধ্যমেযে চমক নিয়ে ফিরছেন পাভেল

যে চমক নিয়ে ফিরছেন পাভেল


আবারও শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের জনপ্রিয় মিউজিক প্লাটফর্ম ‘লিভিং রুম সেশান’। এ আয়োজনের দ্বিতীয় সিজনটিতে দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক ছোঁয়া লাগছে। সংগীতের এ প্লাটফর্মে চার দেশের শিল্পীরা অংশ নেবেন। থাকবে ১৫টি দেশের মিউজিশিয়ানদের অংশগ্রহণ।

সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিনের আয়োজনটির নতুন যাত্রায় পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট। সম্প্রতি লন্ডনের বিশ্বখ্যাত রেস্তোঁরা দ্য আইভি টাওয়ার ব্রিজে প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তিসাক্ষর হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পাভেল আরিন, সংগীত শিল্পী ও ড্রামার ইমতিয়াজ আলী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: রাহাত আমিন, নির্বাহী পরিচালক শাহ ফরহাদসহ অনেকেই। পরবর্তী তিন সিজনের জন্য লিভিং রুম সেশানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

পাভেল বলেন, ‘এটা খুবই আনন্দের ব্যাপার যে ‘লিভিং রুম সেশান’ গানের একটি আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করতে পারছে। এ যাত্রায় ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টকে সাথে পেয়ে আমি অনেক বেশি উৎসাহিত। দেশের মিউজিকে নতুন একটা দিগন্তের শুরু হোক, এটাই প্রত্যাশা করছি।’

আনুষ্ঠানিক যাত্রা ‍শুরু হলেও দ্বিতীয় সিজনের প্রস্তুতি আগেই নিয়ে রেখেছেন পাভেল। জানালেন, ইতিমধ্যেই চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে, আলাপ-আলোচনাও চূড়ান্ত হয়েছে। পাভেল জানান, আন্তর্জাতিক এ ভ্রমণে লিভিং রুম সেশানে হাজির হবে পশ্চিমা বিশ্বের ও এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও মিউজিশিয়ানরা। চমক হিসেবে থাকবেন জনপ্রিয় বেশ ক’জন মেগাস্টারও। তবে নামগুলো চমক হিসেবেই রাখতে চান পাভেল।

পাভেল বলেন, ‘রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করব। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব।’

এর আগে লিভিং রুম সেশানের প্রথম সিজনে দেশের কিংবদন্তি শিল্পীদের নয়টি গান নিয়ে হাজির হয়েছিলেন পাভেল। দ্বিতীয় সিজনে থাকবে ১২টি গান। এ সিজনের প্রথম গানটি প্রকাশ হবে ঈদ উল আযহায়।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত