Homeলাইফস্টাইলদর্শন রাভালের বিয়ের সাজ

দর্শন রাভালের বিয়ের সাজ


ঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করে মন খারাপ হলো, নাকি ঠোঁটে ছড়িয়ে পড়ল হাসি? হুম, ঘটনা সত্য়। লাখো নারী ভক্তের মন ভেঙে ভারতীয় সংগীত তারকা দর্শন রাভাল গতকাল শনিবার গাঁটছড়া বেঁধেছেন। কনে আর কেউ না, তারই প্রিয় বন্ধু। তবে শোনা যাচ্ছে, সদ্য় বিয়ে করা স্ত্রী ধারাল সুরেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন এই হার্টথ্রব! বলতে গেলে প্রায় সবাইকে চমকে দিয়েই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে জীবনের পথ এক করলেন তাঁরা।

দর্শন রাভাল ও তার স্ত্রী ধারাল সু‌রে‌লিয়া। ছবি: ইনস্টাগ্রাম

দর্শন রাভাল ও তার স্ত্রী ধারাল সু‌রে‌লিয়া। ছবি: ইনস্টাগ্রাম

নিজেদের বিয়ের চমৎকার কিছু ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দর্শন। ছবিতে দম্পতিকে ভারতীয় ক্ল্যাসিক্যাল বিয়ের পোশাকে দেখা গেছে।

দর্শন রাভাল ও তার স্ত্রী ধারাল সু‌রে‌লিয়া। ছবি: ইনস্টাগ্রাম

দর্শন রাভাল ও তার স্ত্রী ধারাল সু‌রে‌লিয়া। ছবি: ইনস্টাগ্রাম

দর্শনের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি সেট ও পাগড়ি। অন্যদিকে ধারাল পরেছিলেন কৃষ্ণচূড়া রঙের লেহেঙ্গা। ধারালের মেকআপে তেমন আড়ম্বর না থাকলেও জড়োয়া গয়না আর ফুলের সাজে সেজেছিলেন তিনি। ছবিতে তাঁদের রসায়ন কাউকে ঝল‌সে দিয়েছে আবার কেউ হয়তো আনমনেই গেয়ে উঠেছেন দর্শন রাভালের গাওয়া সাড়াজাগানো গান ‘আখিয়া লে যায়ে মেরি জান, ও সোনি সোনি।’

দর্শন রাভাল ও তার স্ত্রী ধারাল সু‌রে‌লিয়া। ছবি: ইনস্টাগ্রাম

দর্শন রাভাল ও তার স্ত্রী ধারাল সু‌রে‌লিয়া। ছবি: ইনস্টাগ্রাম

ছবিগুলোর ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’। ছবির নিচে নবদম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন অনুরাগীরা।

দর্শন রাভাল ও তার স্ত্রী ধারাল সু‌রে‌লিয়া। ছবি: ইনস্টাগ্রাম

দর্শন রাভাল ও তার স্ত্রী ধারাল সু‌রে‌লিয়া। ছবি: ইনস্টাগ্রাম

একটু দাঁড়িয়ে যান, জানতে ইচ্ছে করছে না সুদর্শন এই সংগীতশিল্পীর স্ত্রীর পরিচয়? ইনস্টাগ্রাম বায়ো অনুসারে ধারাল আর্কিটেক্ট ও ডিজাইনার। অন্যদিকে দর্শন রাভালের ‘প্রেম রতন ধন পায়ো’তে ‘জব তুম চাহো’, ‘সানাম তেরি কসম’ ছবিতে ‘তু খিচ মেরি ফটো’, ‘লাভযাত্রী’তে ‘চোগাদা’, ‘ইশক ভিশক’ চলচ্চিত্রের ‘সোনি সোনি’ গানের জন্য জনপ্রিয়তা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত