Homeবিএনপিজিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ


ঘটনাবহুল ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেন

বাসস

19 জানুয়ারী, 2025, 09:55 am

সর্বশেষ সংশোধিত: 19 জানুয়ারী, 2025, 09:58 am

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ছবিঃ সংগৃহীত

“>
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ছবিঃ সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ছবিঃ সংগৃহীত

বহুদলীয় গণতন্ত্রের স্থপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ (১৯ জানুয়ারি) পালিত হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বীর উত্তম ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুনের পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাক নাম ছিল কামাল।

ঘটনাবহুল ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1 সেপ্টেম্বর, 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রাক্তন রাষ্ট্রপতিকে 30 মে, 1981 তারিখে একদল বিপথগামী সেনা সদস্য দ্বারা হত্যা করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা আজ সকাল ১১টায় শেরেবাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেবেন।

আলোচনা সভায় কার্যত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া বিকাল ৩টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) আলোচনা সভার আয়োজন করবেন বিএনপির রাজনৈতিক জোটের নেতারা। আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ জাতীয় নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বিএনপি ঢাকা (উত্তর) শাখা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় ‘জিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজন করবে। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে শীর্ষে দলীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে সংবাদপত্রে বিশেষ সম্পূরক প্রকাশিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সহযোগী সংগঠন ও পেশাজীবী সংগঠন আলোচনা সভা করবে। এ উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত