Homeদেশের গণমাধ্যমেগঠনতন্ত্র সংশোধন না করায় প্রথম বিভাগ লিগ স্থগিত

গঠনতন্ত্র সংশোধন না করায় প্রথম বিভাগ লিগ স্থগিত


গঠনতন্ত্র সংশোধনের নামে দেশের ক্রিকেটের প্রধান স্টেকহোল্ডার ঢাকার ক্লাবগুলোকে চরম অবমূল্যায়ন এবং বিসিবিতে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলরশিপ ও পরিচালক সংখ্যা ব্যাপক কমিয়ে আনার প্রতিবাদে ছিল আল্টিমেটাম।

ক্লাবগুলোর গত ১৪ জানুয়ারি রাতে দেওয়া সেই আল্টিমেটামেই বোঝা যাচ্ছিল, দেশের ক্রিকেটে একটা ছোটখাটো ঝড় আসছে। এবং সে ঝড়ের ঝাপটায় ক্ষতিগ্রস্ত হতে পারে ঢাকার ক্লাব ক্রিকেট। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের অপসারণ এবং প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগের ভবিষ্যত অনিশ্চিত।

সেটাই হলো। আজ ১৮ জানুয়ারি বিকেলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে পূর্ব ঘোষণামতো দেখা করে ঢাকার ক্লাবগুলো ফাহিমের পদত্যাগের দাবি বহাল রাখার পাশাপাশি আরও কিছু আল্টিমেটাম দিয়েছে। যার মধ্যে বড় খবর হচ্ছে, জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রথম বিভাগহ ক্রিকেট লিগ স্থগিত।

ক্লাবগুলোর এ আল্টিমেটামের জবাবে তাৎক্ষণিকভাবে কিছু না জানিয়ে বিসিবি প্রধান ফারুক আহমেদ ৪-৫ দিনের সময় চেয়েছেন। জানা গেছে, এই কয়েকদিনের মধ্যে তাই আর প্রথম বিভাগ লিগ শুরু না করার সিদ্ধান্ত ঢাকার ক্লাবগুলোর।

বলে রাখা ভালো, বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে ৫ জনের গঠনতন্ত্র সংশোধন কমিটি খসড়া প্রস্তাব বিসিবিতে। ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলর সংখ্যা ও বিসিবি পরিচালক সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৭৬ কাউন্সিলর কমিয়ে ৩০ জনের করার সুপারিশ করা হয়েছে। আর পরিচালক সংখ্যাও ১২ থেকে নামিয়ে তিন ভাগের একভাগ মানে ৪-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

খুব স্বাভাবিকভাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ঢাকার ক্লাবগুলো তা মেনে নিতে পারেনি। তারা ক্ষুব্ধ হয়ে গত ১৪ জানুয়ারি রাজধানীর এক হোটেলে মত বিনিময় সভা করে। সেখানেই ফাহিমের পদত্যাগ দাবি করা হয়।

ওই সংশোধিত গঠনতন্ত্র পরিবর্তন করে আগের মত করার জোর দাবি তোলা হয়। তা করা না হলে বড় ধরনের আন্দোলনের ঘোষণাও আসে। যার অন্যতম দুটি দাবিই ছিল, নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ এবং প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ লিগ না খেলার আল্টিমেটাম।

ক্লাব কর্তা রফিকুল ইসলাম বাবু, লুৎফর রহমান বাদলও সাংবাদিকদের জানিয়েছিলেন যে, তারা আগামী ১৭ জানুয়ারি শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবেন। যদি এর মধ্যে গঠনতন্ত্র সংশোধনের খসড়া পরিবর্তন করে ঢাকার ক্লাবগুলোর প্রকৃত মান মর্যাদা ও অবস্থান সমুন্নত রাখা না হয়, বিশেষ করে নাজমুল আবেদিন ফাহিম ভুল স্বীকার না করেন, তাহলে ১৮ জানুয়ারি শনিবার বোর্ড সভাপতি ফারুক আহমেদের সাথে দেখা করে পরবর্তী ঘোষণা দেওয়ার কথা জানান ক্লাব কর্তারা। সেই অনুযায়ী আজ শনিবার বিকেলে ঢাকার ক্লাব কর্তাদের এক বড়সড় বহর বিসিবি প্রধান ফারুক আহমেদের সাথে দেখা করেন।

জানা গেছে, ক্লাব কর্তাদের অন্যতম শীর্ষ কর্তা রফিকুল ইসলাম বাবু, বোরহান আহমেদ পাপ্পু, লুৎফর রহমান বাদল, আলী আহসান বাবু, শিপলু , আদনান রহমান দীপন, জিয়াউর রহমান তপু ও রাসেল প্রমুখ কর্তারা বিসিবি বিগ বসের সাথে দেখা করে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

ক্লাব কর্তারা জানান, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাদের সামনেই নাজমুল আবেদিন ফাহিমকে জিজ্ঞেস করেন, ‘আমিই তো গঠনতন্ত্র সংশোধনের খসড়া হাতে পাইনি। কিন্তু সেটা মন্ত্রণালয়ে চলে গেছে। কীভাবে গেল?’

নাজমুল আবেদিন ফাহিম উত্তরে খানিক নিশ্চুপ থেকে জানান, তিনিও নাকি জানেন না যে কী করে সংশোধিত গঠনতন্ত্রের খসড়া ক্রীড়া মন্ত্রণালয়ে গেছে।

সময় চেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্লাব কর্তাদের বলেন, তিনি ৪ থেকে ৫ দিন পর সিদ্ধান্ত জানাবেন; মানে হলো ২২-২৩ জানুয়ারি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, তার আগে ২০ জানুয়ারি প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর কথা। ক্লাবগুলো সেই নির্ধারিত সূচিতে প্রথম বিভাগ লিগ চালু থেকে বিরত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন বোর্ড প্রধানকে।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত