Homeবিএনপিফ্যাসিস্টদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, সংসদে ফেরা বন্ধে সুপারিশ করা হয়েছে: বদিউল

ফ্যাসিস্টদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, সংসদে ফেরা বন্ধে সুপারিশ করা হয়েছে: বদিউল


টিবিএস রিপোর্ট

18 জানুয়ারী, 2025, 06:45 pm

সর্বশেষ সংশোধিত: 18 জানুয়ারী, 2025, 06:52 pm

১৮ জানুয়ারি কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) এক সেমিনারে বক্তব্য রাখছেন বদিউল। ছবি: সংগৃহীত

“>
১৮ জানুয়ারি কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) এক সেমিনারে বক্তব্য রাখছেন বদিউল। ছবি: সংগৃহীত

১৮ জানুয়ারি কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) এক সেমিনারে বক্তব্য রাখছেন বদিউল। ছবি: সংগৃহীত

নির্বাচনী সংস্কার কমিশন প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করেছে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে, জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং সংসদে আসন নিতে না পারে, কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আজ (১৮ জানুয়ারি) বলেছেন।

কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টে (বার্ড) এক সেমিনারে তিনি বলেন, “রাজনৈতিক অঙ্গনকে অপরাধীদের প্রভাব থেকে মুক্ত করতে হবে…”

তিনি বলেন, কমিশন সুপারিশ করেছে যে দেশের রাজনৈতিক পরিবেশ পরিষ্কার করতে হবে, নিশ্চিত করতে হবে যে অপরাধীরা যারা মানুষকে হত্যা করেছে, বিচারবহির্ভূত হত্যা করেছে, বিভিন্ন ধরনের নিপীড়ন ও নির্যাতনে লিপ্ত হয়েছে বা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের কোনো রাজনৈতিক দলে যোগ দিতে দেওয়া যাবে না। অথবা রাজনীতিতে কোনো ভূমিকা পালন করুন।

বদিউল বলেন, গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারায় এবং প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ আহত হয়। “অনেকে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, এবং কিছু পঙ্গু হয়ে গেছে। তাদের রক্তপাত যেন বৃথা না যায় সেদিকে আমাদের কাজ করতে হবে।”

তাদের সুপারিশের বিষয়ে তিনি বলেন, “প্রায় সাড়ে তিন মাস ধরে নির্বাচনী সংস্কার কমিশনে আমরা আটজন সব আইন ও বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি। বিভিন্ন প্রক্রিয়ার পর আমরা নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রায় দেড়শটি সুপারিশ করেছি।

“আমরা নির্বাচনে অংশগ্রহণকারীদের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছি। আমরা সুপারিশ করেছি যে যারা দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়।”

কুমিল্লা বাঁচাও মঞ্চের আয়োজনে ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটির ওপর একটি গবেষণাপত্রের মূল্যায়ন ও অনুমোদন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

কার্যপত্র উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

Other speakers at the seminar included Senior Advocate Abdullah Al Mamun of the Supreme Court, BARD’s Additional Director General Dr Abdul Karim, Executive Officer of the District Council Nazrul Islam, Cumilla City Corporation Engineer Abu Sayem Majumdar, Cumilla Bachao Mancha President Advocate Golam Faruk, and General Secretary Advocate Motaleb Hossain Majumdar.





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত