এবার ফেসবুকে ইংরেজি গান নিয়ে হাজির হলেন ফারিণ। শুক্রবার মধ্যরাতে ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি গেয়ে শোনালেন তিনি। গান গাওয়ার পাশাপাশি ফারিণ জানালেন সংগীত নিয়ে তাঁর উপলব্ধির কথা। সংগীত তাঁর জীবনের সবচেয়ে মুল্যবান বন্ধু। মন খারাপের দিনে গানই তাঁর সম্বল। ভিডিওর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এই ধরনের গানে মগ্ন হয়ে যাই।’ বিস্তারিত