Homeজাতীয়সত্তরে হাতে লেখা পোস্টারের ছাত্রলীগ কর্মী ছিলাম: জামায়াত আমির

সত্তরে হাতে লেখা পোস্টারের ছাত্রলীগ কর্মী ছিলাম: জামায়াত আমির


জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, তিনি এক সময় ছাত্রলীগ কর্মী ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ১৯৭০ সালের নির্বাচনী পরিবেশ ও তার রাজনৈতিক যাত্রা নিয়ে বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন।

তিনি বলেন, “১৯৭০ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে হাতে লেখা পোস্টার তৈরি ও প্রচারে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু তখন রাজনীতি ও ছাত্রলীগের কাজ কী, তা আমি ভালো করে বুঝতাম না।”

তৎকালীন রাজনৈতিক পরিবেশ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগই তখন প্রধান শক্তি ছিল, কিন্তু এই লীগগুলোই ধ্বংসযজ্ঞ এবং লুটপাটের পথে হাঁটছিল। সেই সময়েই জাসদ গঠন হয় এবং তরুণদের প্রতিবাদী মানসিকতা সামনে আসে। আমি তাদের দলে যোগ দিয়েছিলাম, তবে পরবর্তীতে আমি দেখলাম, তারা আবার ব্যাংক লুট, থানায় হামলা, অস্ত্র লুটসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “এ কারণে আমি রাজনীতি থেকে সরে এসেছিলাম। কিন্তু, একসময় মনের প্রশান্তির জন্য ধর্মের দিকে ঝুঁকেছি। ৭৫ সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যু থেকে মাত্র ১৩ দিন আগে আমি একটি গোপন ইসলামী ছাত্র সংগঠনে যোগদান করি, যা তখন পুরোপুরি আন্ডারগ্রাউন্ড ছিল।”

ভিডিও দেখুন: https://youtu.be/x1wZQWEzQ8A?si=lfbHmZiGcRLRBxWk

এম.কে.





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত