Homeপ্রবাসের খবরসেনা সদস্যের পেটানোর ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ গ্রেপ্তার ৩

সেনা সদস্যের পেটানোর ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ গ্রেপ্তার ৩


লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মঞ্জুরুল আলমকে হামলা চালিয়ে আহত করার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী মঞ্জুরুর আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে রায়পুর থানার মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান, তার ভাই মোসলেহ উদ্দিন জিকু ও জামাল উদ্দিন পিকু। তারা শিবপুর গ্রামের মৃধ্যা বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

অভিযুক্ত অন্যরা হলেন, শাকিল হোসেন, আব্বাস উদ্দিন, আলাউদ্দিন রিংকু, আবদুল্লাহ, রহিম, সুমন ও রাজু। তারা গ্রেপ্তারকৃতদের আত্মীয়-স্বজন।

জানা গেছে, গ্রেপ্তারকৃত লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এজাহার সূত্র জানায়, বাদী মঞ্জুরুল আলমের মৃধা বাড়ির শাহ আলমের ছেলে। তিনি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। অভিযুক্ত রিগ্যানদের সঙ্গে মঞ্জুরুল আলমদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধীয় জমিতে অভিযুক্তরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সুপারি পাড়তে শুরু করে। এসময় ঘটনাস্থল গেলে অভিযুক্তরা বাদীর ওপর হামলা করে। এসময় তাকে অভিযুক্তরা এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে এলে তার ভাই ও মাসহ আরও ৩ জনকে পিটিয়ে আহত করে অভিযুক্তরা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সেনা সদস্যের ওপর হামলার ঘটনার মামলায় আটক ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গ্রেপ্তারকৃতদের আটক করে সেনাবাহিনী আমাদের থানায় সোপর্দ করে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত