Homeরাজনীতিআ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী


আওয়ামী লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ টি এম খালেদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন, এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত শেখ পরিবারের। তাই সেখানকার এমপি হওয়ার পরও তিনি দুর্নীতিতে জড়িয়েছেন।’

বিএনপি নেতা রিজভী বলেন, ‘টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবেন, এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তাঁর জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তাঁর জেনেটিক্যাল যে লাইন, তা তিনি অতিক্রম করতে পারেননি। করতে পারেননি বলেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।’

ভারত কী কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে—এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘আজকে শেখ হাসিনা কী স্ট্যাটাসে (মর্যাদা) ভারতে আছেন? শেখ হাসিনার দুটি পাসপোর্টই বাতিল হয়েছে। তারপরও ভারত তাঁকে রাখে কীভাবে? এত বড় একজন দুর্নীতিবাজ, ছাত্র-জনতা হত্যাকারী, তাঁকে ভারত রাখে কীভাবে?’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন বলেছেন, শেখ মুজিবুর রহমান বড় নেতা ছিলেন। কিন্তু পরিবারের প্রতি তিনি দুর্বল ছিলেন। তাঁর ছেলে ও ভাগনেদের নিয়ন্ত্রণ করতে পারেননি।’

কৃষিবিদ রাশেদুল হাসান হারুনের সভাপতিত্বে ও জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত