Homeখেলাধুলাহলান্ডের সঙ্গে সাড়ে নয় বছরের চুক্তি করল ম্যানসিটি

হলান্ডের সঙ্গে সাড়ে নয় বছরের চুক্তি করল ম্যানসিটি


ম্যানচেস্টার সিটি ও বর্তমান ফুটবল দুনিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড একসঙ্গে লিখলো এক নতুন অধ্যায়। নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার সিটির সঙ্গে নয় বছর ছয় মাসের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন, যা তাকে ২০৩৪ সাল পর্যন্ত ক্লাবে বেঁধে রাখবে। এই দীর্ঘমেয়াদি চুক্তি শুধু সিটির সাফল্যের গল্পই নয়, বরং ফুটবল ইতিহাসেও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই নতুন চুক্তির ফলে ২৪ বছর বয়সী হালান্ড তার ক্যারিয়ারের সোনালি সময় কাটাবেন এতিহাদ স্টেডিয়ামে। চুক্তির বাই-আউট ক্লজ বাতিল হওয়ায় ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবগুলোর সম্ভাব্য আগ্রহকে পুরোপুরি এড়ানো গেছে।

চুক্তি সই করার পর উচ্ছ্বাস প্রকাশ করে হালান্ড বলেন, ‘ম্যানচেস্টার সিটি এমন একটি ক্লাব, যা প্রতিভা এবং সাফল্যের জন্য অনন্য। কোচ, স্টাফ এবং আমার সতীর্থরা আমাকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে সাহায্য করেছেন। আমি সিটির হয়ে আরও অনেক সাফল্যের স্বপ্ন দেখি এবং এই ক্লাবকে সেরার তালিকায় ধরে রাখতে কাজ চালিয়ে যেতে চাই।’

সিটির পক্ষ থেকে চুক্তির সুনির্দিষ্ট অর্থমূল্য প্রকাশ না করা হলেও এটি ক্রীড়ার ইতিহাসে সবচেয়ে লাভজনক চুক্তিগুলোর একটি বলে উল্লেখ করা হচ্ছে।

২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে যোগ দেওয়ার পর থেকে হলান্ড ম্যানচেস্টার সিটিতে একের পর এক রেকর্ড গড়েছেন। মাত্র ১২৬ ম্যাচে ১১১ গোল করা এই স্ট্রাইকার ইতোমধ্যে ক্লাবকে এনে দিয়েছেন দুইটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

হলান্ডের নতুন চুক্তি শুধু তার ক্যারিয়ার নয়, ম্যান সিটির ভবিষ্যত পরিকল্পনায় স্থায়িত্ব এবং ধারাবাহিকতার প্রতীক। পেপ গার্দিওলার নেতৃত্বে সিটির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হলান্ড বলেছেন, ‘আমি এখন সিটিরই একজন। আমার লক্ষ্য সেরা হয়ে ওঠা এবং ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দেওয়া।’

এই চুক্তি শুধু হলান্ড ও সিটির সম্পর্ককেই শক্তিশালী করেনি, বরং পুরো ফুটবল বিশ্বে একটি বার্তা পাঠিয়েছে—ম্যান সিটি ভবিষ্যতের জন্য তৈরি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত